নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!

বিশেষ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর ১০২তম জন্মশতবর্ষে স্বাধীনতা রজব জয়ন্তীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে অনুষ্ঠানের অতিথি যুদ্ধাপরাধীর সন্তান শামসুদ্দিন কালু। এনিয়ে মুক্তিযুদ্ধার পরিবার ও স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিক মহলে চলছে তুলকালাম। এমনই বিতর্কের জন্ম দেয়- ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাঙ্গলকোট উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন কালুকে অতিথি হিসেবে দাওয়াত করায়! উল্লেখ্য কুমিল্লা নাঙ্গলকোটের তালিকাভুক্ত যুদ্ধাপরাধী হাজী আকবর আলী। যুদ্ধাপরাধী হিসেবে তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, জেলও খেটেছেন দীর্ঘদিন। বৃহত্তর (কুমিল্লা, ভ্রামণবাড়িয়া,চাঁদপুর) যুদ্ধাপরাধীদের দলিলপত্রসহ বিভিন্ন উপজেলার যুদ্ধাপরাধীদের তথ্যদী নিয়ে আবুল কাশেম হৃদয় "অপারেশন কিল এন্ড বার্ন" নামে একটা বই লিখেছেন। যাতে ১৬৯ নং পৃষ্ঠায় উল্লেখিত রাষ্ট্র বাদী হয়ে কোলাবরেটর স্পেশাল ট্রাইব্যাল নং ১৭৭/৭২, লাকসাম থানাধীন মামলা নং ১৮, তাং- ১৭/০২/৭২ইং হাজী আকবর আলী এজাহার ভুক্ত আসামী। সেই যুদ্ধাপরাধীর সন্তান নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামস...