ফুলমেহের বেগমের খুনি ফাঁসীর দাবীতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।
ওমর ফারুক: জেলা প্রতিনিধি নরসিংদী
আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে ১১.৩০ মিনিটে নরসিংদী প্রেসক্লাবের সামনে ফুল মেহের এর হত্যাকারী মোঃ খোকনের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে শীলমান্দী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের উত্তেজিত আম জনতা।
উল্লেখ্য, গত ১৭/১০/২১ ইং রোজ রবিবার বিকাল আনুমানিক ৪টার দিকে নরসিংদী সদর উপজেলাধীন শীলমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্য শীলমান্দী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল্লাহ এর স্ত্রী (মামুনের মা) ফুলমেহের বেগম (৫০) তার পালিত ছাগলের জন্য ঘাস কাটতে পাশের কলা বাগানে গেলে মো. কফিল উদ্দীন এর ছেলে মো. খোকন তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। ঐদিনই নরসিংদী মডেল থানার সার্কেল অফিসারসহ একটি টিম রাত আনুমানিক ৮টার দিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সোমবার বিকালে তার লাশ ময়না তদন্তের পরে মধ্য শীলমান্দী গোরস্থানে দাফন করা হয় এবং এরপরের দিন অজ্ঞাত নামে ৩১/৪২৪ ধারায় মামলা করলে তা রুজু হয় এবং তদন্তের মাধ্যমে তাকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ।
গত রবিবার (২৫ অক্টোবর) রাতে এবং ধৃত খুনি মো. খোকন পুলিশের কাছে ১৬৪ ধারা হত্যার স্বীকারোক্তি প্রদান করে। এর ফলে আজ (বুধবার) নরসিংদী প্রেসক্লাবের সামনে উত্তেজিত জনতা তার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
এসময় শীলমান্দী ইউনিয়ন ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য সেলিনা বেগম বলেন,' সে নিজামুদ্দিন আউলিয়ার চেয়েও ভয়ংকর! সে দিনে দুপুরে কিভাবে মানুষ হত্যা করতে পারে। আমরা তার ফাঁসী চাই।'
শীলমান্দী ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মেম্বার করিম বলেন,'যে পুলিশ তাকে গ্রেফতার করতে পেরেছে। সেই পুলিশ তাকে ফাঁসীর দড়ি পর্যন্ত নিতে পারবে আমরা বিশ্বাস রাখি।"
নিহতের মেয়ে রত্না বেগম বলেন,' আমার বাবা তিন বছর আগে মারা গেছেন। সে গত এমন নৃশংসভাবে আমার মাকে হত্যা করবে ভাবতেও পারছিনা। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এসময় আজিজ মৃধা, মুফতি কামাল হোসেন, সুরুজ মিয়া, বাসেদ মিয়াসহ সর্বস্তরের আমজনতা উপস্থিত ছিল উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে।
Comments
Post a Comment