জনগনের ভালোবাসায় খানগন্জ ইউপি থেকে আবারো নির্বাচন করতে চান সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম কিবরিয়া বাবলু।

 

রাজবাড়ী প্রতিনিধিঃ



 আসন্ন ইউপি নির্বাচনে রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগন্জ ইউনিয়ন থেকে জনগনের ভালোবাসায় আবারো   চেয়ারম্যান পদে ইউপি নির্বাচন করতে চান খন্দকার গোলাম কিবরিয়া বাবলু।


তিনি একাধারে খানগন্জ ইউনিয়নের ১৪ বছর চেয়ারম্যান ছিলেন।


গোলাম কিবরিয়া বাবলু উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা কমিটির সদস্য ও খানগন্জ ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর উপদেষ্টা।


খন্দকার গোলাম কিবরিয়া বলেন আমি বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারন করি ও হৃদয়ে লালন করি।  আমি জন্মগত ভাবে আওয়ামী পরিবারের সন্তান। গত ইউপি নির্বাচনে আমি নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করেছিলাম, আমি এবারও নৌকার মনোনয়ন প্রত্যাশী।


খন্দকার গোলাম কিবরিয়া বাবলু আরও বলেন এবারের নির্বাচনে বিজয়ী হলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ওর্য়াড পর্যায়ে জনগনের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে যাবো, মাদক মুক্ত ইউনিয়ন গড়বো, সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত ইউনিয়ন গড়ে তুলবো , রাস্তাঘাটের উন্নয়ন সহ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড সঠিক ভাবে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।


এদিকে খানগন্জ ইউনিয়নের সাধারন জনগন জানায় আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মি খন্দকার গোলাম কিবরিয়া বাবলু। নৌকার মনোয়ন পাওয়ার দাবিদার একমাত্র তিনি।  এবারের নির্বাচনে আমরা তাকে পূনরায় নির্বাচিত করতে চাই বলে জানান সাধরন ভোটারেরা।

Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

ধর্ষন চেষ্টার সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মীর নামে থানায় অভিযোগ