বগুড়ার নন্দীগ্রামে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির এক ঘুষিতে প্রধান শিক্ষকের ৩টি দাঁত উধাও
সিফাত মাহমুদ ফাহিম
বর্তমান সু-সুন্দর সমাজ ব্যবস্থার এটি বহিঃপ্রকাশ।কারণ এদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে শিক্ষগত যোগ্যতা প্রয়োজন হয়।কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি কিংবা অন্য কোন মাথা হতে শিক্ষাগত যোগ্যতার কোন প্রয়োজন হয় না।
সেই দেশে ম্যানেজিং কমিটির সভাপতির হাতে জাতি গঠনের কারিগরিদের পিটানী খাওয়া বিছিন্ন ঘটনা ছাড়া আর কিছুই নয়।আমরা এমনই একটি সভ্য জাতি যা ভাষায় প্রকাশ করা যাবেনা কারণ আমাদের দেশে এখন অশিক্ষিত, মূর্খরাই জাতির দিক-নির্দেশক।
যেই দেশের পবিত্র সংসদ অধিবেশনে মমতাজ'রা গান গেয়ে
জাতিকে অবাক করে সেই দেশে আসলেই এসব বিছিন্ন ঘটনা।যাইহোক- দিন শেষে খাতা কলমে ইতিহাসে আমরাই বীরের জাতি, আমরাই সভ্য জাতি।
বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সাঃ) মনে হয় বাংলাদেশ দেখে দেখেই কিয়ামতের ভবিষ্যৎ বাণী বলে দিয়ে গিয়েছিলেন।
কারণ কিয়ামতের আলামত এর কম বেশি সবকিছুই বাংলার জমিনে এখন বিরাজমান।সুদ, ঘুষ এগুলো যেনো এখন হয়েছে জাতিও আহারে পরিণত আমাদের মাথার উপর বসে আছে অযোগ্য মূর্খরা তারাই এখন আমাদের পরিচালনা করছে আর শিক্ষিত মানুষ এগুলো এভাবেই সব জায়গায় লান্থিত হচ্ছে।
Comments
Post a Comment