দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন লামাকাজী ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ফয়ছল আহমদ।

ফারুক আহমদ বিশ্বনাথ সিলেট 
সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়নের প্রত্যাশী লামাকাজী ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, গোবিন্দগন্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য, ইউনিয়ন যুবলীগের আহবায়ক, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. ফয়ছল আহমদ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ বিশ্বনাথ উপজেলা ও লামাকাজী ইউনিয়নের সকলে আনন্দ উৎসাহের মধ্যদিয়ে এ উৎসবকে আরো আনন্দময় করে তুলবে এ আশা করেন। তিনি দূর্গাপূজায় হিন্দু সম্প্রদায় নাগরিকবৃন্দকে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার আহবান ও জানান।

উল্লেখ্য: বিশ্বনাথ উপজেলার প্রত্যেক ইউনিয়নে পুরোদমে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এ উপজেলায় চতুর্থ অথবা পঞ্চম ধাপে অর্থাৎ ডিসেম্বরের প্রথম কিংবা মাঝামাঝি সময়ে ইউপি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!