ধরণীবাড়ী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এরশাদুল হক নির্বাচনী প্রচারণার পাশাপাশি সমাজ সেবার কাজ করছেন
নয়ন দাস, রংপুর ব্যুরো প্রধান |
জনকল্যাণের লক্ষ্যে,৭নং ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে জনসেবায় কাজ করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে,তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে,আরও শক্তিশালী করতে।
১ম বারের মতো চেয়ারম্যান,পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি,জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে, চেয়ারম্যান পদপ্রার্থী,মোঃ এরশাদুল হক বলেন,এবার আমাকে এ নির্বাচনে, আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের,উন্নয়নের রোল মডেলসহ। গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে,কাজ করার সুযোগ চাই।
তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব।নীতিতে অটল এবং দুর্নীতি ও অনিয়মের সাথে তিনি আপোষ করেন না। তিনি আরো বলেন,করোনাকালীন সময় থেকে,আমি নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে। কর্মহীন হয়ে পড়া অনেক অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি।
এছাড়া বিভিন্ন সময়ে আমার সাধ্যমত সহযোগিতা করে আসছি!আমি সব সময় দরিদ্র মানুষের পাশে থেকেছি, অসহায় দরিদ্র জনগণের পাশে থাকা আমার অভ্যাসে পরিণত হয়েছে।বলতে পারেন এটা আমার নেশা।এলাকার জনগণ আমাকে নির্বাচন করতে উৎসাহ দিচ্ছেন।তাদের আশা পূরণের জন্য চেয়ারম্যান, পদপ্রার্থী হয়ে নির্বাচন করছি।
প্রতিটি স্কুল,মাদ্রাসা, মসজিদ,মন্দির,শিক্ষা প্রতিষ্ঠানের খোজ খবর নেওয়া থেকে দারিদ্র অসহায় ছাত্র/ছাত্রীদের গাইড বই কেনা,শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধু বেতন দেয়া,পরীক্ষার ফরম ফিলাপে সহযোগিতা করা,শীত কালীন বস্ত্র বিতরণসহ নিরলসভাবে মানুষের সেবা করেছি,৭নং ধরণীবাড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামের দারিদ্র অসহায় পরিবারের পাশে ছিলাম বর্তমানেও আছি আগামীতেও থাকবো ইনশাল্লাহ!আবারো।
মোঃ এরশাদুল হক বলেন,আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপি জনাব, অধ্যাপক এম এ মতিন,মহোদয় এর হাত ধরে ৭নং ধরণীবাড়ী ইউনিয়নের সেবা নিশ্চিত করতে চাই!এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলব।এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
Comments
Post a Comment