নরসিংদীতে কলাবাগানে মিললো ঘাসে মোড়ানো মহিলার লাশ!

ওমর ফারুক: নরসিংদী। 
নরসিংদী সদর উপজেলাধীন শীলমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্য শীলমান্দী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল্লাহ এর স্ত্রী (মামুনের মা) ফুলমেহের (৫০) কে ১৭ অক্টোবর ২১ ইং রোজ রবিবার বিকাল আনুমানিক ৪টার দিকে তার পালিত ছাগলের জন্য ঘাস কাটতে পাশের কলাবাগানে গেলে কে/কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে এবং লাশ ঘাস দিয়ে মুড়িয়ে ঢেকে দেয়। এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নরসিংদী মডেল থানার সার্কেল অফিসারসহ একটি টিম রাত আনুমানিক ৮টার দিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন সুরতহাল রিপোর্ট এর জন্য। ১৮ অক্টোবর রোজ সোমবার বিকালে তার লাশ ময়না তদন্তের পরে মধ্য শীলমান্দী গোরস্থানে দাফন করা হয়।
সকালে সরেজমিনে দেখা যায়, নিরব কলা বাগানে ঘাসের বোঝা এলোমেলো হয়ে পরে আছে।
নিহতের বাসায় মাতমের পরিবেশ খুবই শোকময় হয়ে উঠেছে। এসময় শীলমান্দী ইউনিয়ন এর ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম বলেন,' নিহত ফুলমেহের আমার চাচী হন। তিনি খুবই সাদাসিধা ছিলেন। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার চাই।
নিহতের ভাতিজা বলেন,' এমন ঘটনায় আমরা আশাহত! ওনার স্বামী মারা গেছেন অনেক আগেই। ওনাকে এমনভাবে হত্যা করবে আশা করিনি। তবে যে বা যারা এমনটা করেছে। আমরা তার বিচার চাই।'
নিহতের মেয়ে বলেন,' মা ঘাস কাটতে গিয়ে নিহত হয়েছেন। কে বা কারা ওনাকে মেরেছেন আমরা জানিনা। তবে আমরা চাই, আমার মায়ের হত্যার বিচার হোক। প্রকৃত আসামী শাস্তি পাক। নিরপরাধ ব্যাক্তি তারা যেন কোন প্রকার নির্যাতনের শিকার না হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইসমাইল নামে একজনকে সন্দেহের তালিকায় রেখে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।  আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ দিয়ে তদারকি করছেন বলে এলাকাবাসী জানায়।

Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!