বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জান্নাতি ফুল, তারা নিষ্কলুষ এবং নিষ্পাপ: তারা ফুলের মত পবিত্র।"মা সমাবেশে মো. মেহেদী মোর্শেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ওমর ফারুক: নরসিংদী জেলা প্রতিনিধি। 
নরসিংদী সুইড বুন্ধী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে "দ্যুতিময় দুয়ার" আজ রবিবার(৩১ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় মা সমাবেশ। স্কুলের প্রধান শিক্ষক মো. জসিমউদদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নরসিংদী সদর।  এময় তিনি তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে বরাদ্দ ৫০ শতাংশ জায়গা ভরাটসহ তার ভবন নির্মাণ এবং সামগ্রিক কাজে আমি জড়িত থাকবেন পাশাপাশি শিক্ষক ও অভিভাবকের দাবীর পক্ষে আমি আমার জায়গা হতে সাধ্যমত চেষ্টা করবো। 
তিনি তার বক্তব্যে আরো বলেন,' শিশুরা হলো নিষ্পাপ, নিষ্কলুষ। তাদের যত্ন নিন। তাদের সাথে সুন্দর ও সৃজনশীল আচরণ করুন। কেননা, তারা হলো ফুলের মত পবিত্র: সর্গীয়-জান্নাতি দূত!'
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, আব্দুল্লাহ আল রাশেদ ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নরসিংদী। বাবু প্রাণতোষ দত্ত, প্রতিষ্ঠাতা পরিচালক প্রাণোতোষ আর্ট স্কুল, নরসিংদী।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থী ও অভিভাবকগণ ফুল দিয়ে অতিথিদের বরণ করেন। এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের সাথে জড়িত অভিভাবকদের মতামত নেয়া হয়। তারা তাদের সন্তান লালন-পালন এবং প্রতিষ্ঠান হতে তাদের অর্জন তারা আবেগ ও কান্নাজড়িত কণ্ঠে অতিথিদের সমানে বর্ণনা করেন।
শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সুরভী আক্তার। এসময় তিনি তার বক্তব্যে তাদের অভিজ্ঞতা অর্জন এবং স্কুলের পক্ষে দাবি-দাওয়া তোলে ধরেন।
সভাপতির স্বাগত বক্তব্যে স্কুলের সমগ্রিক বিষয় তোলে ধরেন মো. জসিমউদদীন সরকার, এছাড়াও আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ডা. মো. আবু কাউছার সুমন, ডা. আবদুল্লাহ আল রাশিদ ও বাবু প্রাণতোষ দত্ত।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী মোর্শেদ অভিভাবকদের ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!