শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর;ঘাতক সিএনজি চালক আটক!

শ্রীপুর প্রতিনিধ:

শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর  ইউনিয়নের শৈলাট টু জৈনা বাজার রোডে গোতার বাজার নামক স্থানে আজ সকাল ৮ টা ১৫ মিনিটের সময় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্র মনির সড়ক দুর্ঘটনার নিহত হন। 

৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ টা ১৫ মিনিটের সময় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গোতার বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে সামনে টোলে বসেই খাচ্ছিল।এমন সময় বেপরোয়া গতির একটি সিএনজি শিক্ষার্থী মনির হোসেন এর উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয় মনির তারপর দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিং হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় ।
নয়াপাড়া গ্রামের মোঃ আশাদুল এর ছেলে নিহত মনির শ্রীপুর উপজেলার  ২নং গাজীরপুর ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ।
নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ জানান নয়াপাড়া গ্রামের মো: আসাদুলের ছেলে মনির হোসেন আমাদের বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্র ।মনিরের বাবা খুবই দরিদ্র। দারিদ্রতার সাথে সংগ্রাম করেই ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন
গোতার বাজারের মুদির দোকানদারদের জানান,সি এন জির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মনিরের ওপর  সিএন জি তুলে দেন।ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয় । তারপর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ।
ঘাতক সিএনজি চালক জনতার হাতে আটক।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর থানা পুলিশ।

Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!