নওগাঁয় এসএমএস পেয়ে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক অপহরণকারীর বাবা-মা

অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ 

নওগাঁর মহাদেবপুরে এসএমএস পেয়ে এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কদমতলী এলাকা থেকে  ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী মোঃ মাহমুদুল হাসান রকি (২৬) পালিয়ে যাওয়ায় তার বাবা-মাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, গাংজোয়ার গ্রামের মোজাম্মেল হক (৫৫) ও তার স্ত্রী মোছাঃ তাছলিমা বেগম (৫২)।

প্রেস বিফিংএ ডিবি পুলিশ জানায়, গত ৩ অক্টোবর বিকাল ৩ টার সময় এসএসসি পরীক্ষার্থী মেস থেকে বাড়ী যাবার উদ্দেশ্যে বের হলে মহাদেবপুর থানার কদমতলী এলাকা থেকে আসামী রকি তাকে জোর করে অপরহণ করে তার বাড়ীতে নিয়ে আসে। গত ৯ দিন আসামীর বাড়ীতে আটক রেখে ধর্ষন করে এবং শারীরিক নির্যাতন করে। ভিকটিম সুযোগ বুঝে আসামীর মোবাইল থেকে পুলিশ সুপার নওগাঁ প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়কে এসএমএস এর মাধ্যমে জানান যে, আসামি মোঃ মাহমুদুল হাসান রকি তাকে জোর করে অপহরণ করে নিজ বাড়ী গাংজোয়ার আটকে রেখেছে এবং তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাৎক্ষণিক পুলিশ সুপার ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারীর বাবা-মা জনকে গ্রেফতার করে।

এবিষয়ে মহাদেবপুর থানার পরিদর্শক আজম উদ্দিন মাহমুদ বলেন, ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে সন্ধ্যা ৭ টার দিকে থানায় নিয়ে আসে। প্রতিবেদন লেখার সময় তাদের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!