খুলনার ডুমুরিয়া বাজারে ঊর্মি জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি,৩৫ লক্ষ টাকার ক্ষতি।
খান আরিফুজ্জামান(নয়ন),খুলনাঃ
খুলনার ডুমুরিয়া বাজারে মনোয়ারা সুপার মার্কেটে ঊর্মি জুয়েলার্সের সাটার তালাও সিন্ধুক ভেঙে দুর্ধর্ষ চুরি ।
৩৫ লক্ষ টাকার নগদ টাকাসহ স্বর্ণলংঙ্কার চোররা চুরি করে নিয়ে গেছে জানা,গেছে সোমবার রাত আনুমানিক ২টা ৪৯মিনিট এর সময় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাজারের মনোয়ারা মার্কেটের ভিতর ঊর্মি জুয়েলার্স দোকান থেকে ৩৫ লক্ষ টাকার স্বর্ণালংকার নগদ টাকা সোনার দোকান ঘরের তালা ও সিন্দুক ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।
উর্মি জুয়েলার্সের স্বত্বাধিকারী সুভাষ মন্ডল জানান অন্যান্য দিনের মতো দোকান ও সিন্দুকে ২০টি তালা লাগিয়ে বাসায় চলে যায় সকালে দোকানের মালিকের ছেলে দেখতে পায় ঊর্মি জুয়েলার্স এর দোকানের তালা ভাঙ্গা সাথে সাথে ঊর্মি জুয়েলার্স এর মালিক কে সংবাদ দিলে সুভাষ মন্ডল দোকানে এসে দেখে যে দোকানের তালা ও সিন্ধুকের তালা ভাঙ্গা। সে দেখতে পায় তার দোকানের সমস্ত স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা ও পিছন থেকে সামনেও পিছন থেকে ভেঙ্গে প্রবেশ করে নগত টাকা সহ ৩৫ লক্ষ টাকার স্বর্ণালংকার চোররা চুরি করে নিয়ে গেছে।
এলাকায় সংবাদ ছড়িয়ে পড়লে খুলনা পুলিশ সুপার বি সার্কেল রাজু আহমেদ ডুমুরিয়া থানার ওসি মোঃ ওবাইদুর রহমান এসে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ভিডিও ফুটেজ দেখে কিছু তথ্য পেয়েছেন।
উল্লেখ্য বিগত ৩১ডিসেম্বর ২০১০ সাল বৃহস্পতিবার রাতে দোকানে চুরি হয়েছিল।
এব্যাপারে ডুমুরিয়া থানার ওসি মোঃ ওবাইদুর রহমান বলেন,ডুমুরিয়া বাজারে মনোয়ারা সুপার মার্কেটে ঊর্মি জুয়েলার্স রাতে চুরি হয়েছে, সাথে সাথে আমিও খুলনা বি সার্কেল রাজু আহমেদ সহ আমাদের ডুমুরিয়া থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম সহ তদন্তের কাজ করছি । অতি সত্তরে আমরা ঘটনার তথ্য উদঘাটন করতে সক্ষম হবো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
Comments
Post a Comment