কালীগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা

মো: সাজ্জাত হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৬ অক্টোবর) কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের মৃত সমর গমেজের বাড়িতে।

নিহত প্রেমিক যুগলের মধ্যে হৃদয় গমেজ (২৫) উপজেলার সাতানিপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে আর ইভানা ভেনিডিক রোজারিও (২২) বান্দাখোলা গ্রামের মৃত স্বপন রোজারিও এর মেয়ে।

এ সম্পর্কে হৃদয় গমেজের মা স্বর্ণ গমেজের সাথে কথা হলে তিনি বলেন, আমি সকাল ১০টার দিকে জমি রেজিস্ট্রি করার জন্য কালীগঞ্জে যাই। সন্ধা ৬টার দিকে বাড়িতে এসে বারান্দার গেইট ভিতর থেকে বন্ধ থাকায়, অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে, আশেপাশের লোকজন ডেকে আনলে তারা বাহির থেকে জানালা দিয়ে আমার ছেলে হৃদয় গমেজের সাথে ইভানা রোজারিওকে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পরে থাকতে দেখে, কালীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন।

তিনি আরো জানান, থানা পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের বারান্দার দক্ষিণ পাশের দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের দুজনকে মৃত অবস্থায় দেখতে পায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় থানা পুলিশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রাথমিক অবস্থায় হৃদয় ও ইভানার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।

Comments

Post a Comment

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!