যুব অধিকার পরিষদ" মাধবদী থানার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ!
ওমর ফারুক: সদর উপজেলা (নরসিংদী)
ঢাকা বিভাগ: ২০/১০/২১ইং
তারুণ্য অধিকার সমৃদ্ধি শ্লোগান নিয়ে যাত্রাপথে অবিরাম এগিয়ে চলছে সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে "বাংলাদেশ যুব অধিকার পরিষদ"। কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে ২০১৮ সালে ছাত্রনেতা হিসাবে আত্ম প্রকাশ করে নুরুলহক নুর। তার অদম্য স্পৃহা, মানবিক চেতনা, বিরল সাহসিকতা, অসাধারণ যৌক্তিক বাগ্মিতার জন্য অল্প সময়ে তিনি এবং তার দল মানুষের মনে জায়গা করে নিচ্ছে; তার নেতৃত্বাধীন ছাত্র, যুব, শ্রমিক এবং পেশাজীবি অধিকার পরিষদ দূর্বার গতিতে এগিয়ে চলছে। তার ধারাবাহিকতায় গতকাল রাতে সাংগঠনিক পেইডে "বাংলাদেশ যুব অধিকার পরিষদ" নরসিংদী জেলার আহবায়ক আঃ আজিজ এবং আওলাদ হোসেন জনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। আহ্বায়ক হিসাবে মনোনয়ন দেয়া হয় শাকের আদনানকে, যুগ্ন আহবায়ক আপন আহমেদ রাজসহ দশজন(১০) এবং সদস্য সচিব মনোনিত হন মো. সবুজ যুগ্ন সদস্য সচিব হন মো. রফিকুল ইসলাম। কার্যকরী সদস্য হিসাবে মনোনীত হন হৃদয় খান,মাসুম মিয়াসহ সতের (১৭) জন।
Comments
Post a Comment