মেহেন্দিগঞ্জে খালের উপর ব্রীজ নির্মাণের দাবিতে এলাকাবাসির বানববন্ধন।

স্টাফ রিপোর্টারঃ মোঃসাইদুল ইসলাম তানভীর 
 মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন খালের উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার সকাল ১১টায় শান্তিরহাট সংলগ্ন খালের তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন। বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা সমাজ সেবক সবুজ বেপারী ও গৌরাঙ্গ কীর্তনীয়াসহ অন্যান্যরা। এছাড়াও স্থানীয় শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।  
বক্তারা বলেন, শান্তিরহাট বাজার সংলগ্ন খালের উপর ৫ বছর আগে নির্মিত প্রায় আড়াইশ’ ফুট দীর্ঘ বাঁশের সাকোটি মানুষেে চলাচলে নাজুক হয়ে পরেছে। দরবেশকান্দি প্রাথমিক বিদ্যালয়, সরকারি পাতারহাট মুসলিম হাইস্কুল ও পাতারহাট বালিকা বিদ্যালয়ের কয়েক শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে এই সাকো পাড় হয়ে স্কুলে যাতায়াত করে। এছাড়া দরবেশ কান্দিসহ আশপাশের কয়েক গ্রামের মানুষ পাতারহাট বাজারে যাতায়াত করে এই সাকো পাড় হয়ে।
প্রায়ই সাকো থেকে পড়ে গিয়ে আহত হয় নারী ও শিশুসহ পথচারীরা। তারা অবিলম্বে শান্তিরহাট বাজার সংলগ্ন খালের উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

ধর্ষন চেষ্টার সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মীর নামে থানায় অভিযোগ