বালিয়াডাঙ্গীতে জাতীয় যুব দিবস-২০২১।
মোঃ আরিফ রায়হান বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি।
'দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' শ্লোগান সামনে রেখে আজ সোমবার উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বালিয়াডাঙ্গী যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আলোচনা সভা, সনদ ও ঋণ বিতরণের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা জনাব সুবোধ চন্দ্র রায় এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মাজেদুর রহমান উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আনোয়ার হোসেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রবিউল করিম। ঋণ গ্রহিতা ও আত্মকর্মীদের মধ্যে ২ জন বক্তব্য রাখেন। আলোচনা শেষে যুবকদের মধ্যে ঋণ ও সনদপত্র বিতরণ করা হয়।
Comments
Post a Comment