এস এম মিজানুর রহমান সরদারের মনোনয়ন পত্র দাখিলের উপলক্ষে মিলাদ মাহফিলে জনতার স্রোত

মোঃ সাহেদ আহমেদ।
স্টাফ রিপোর্টার শরীতপুর জেলা প্রতিনিধি। 

(১ লা অক্টোবর সোমবার)

আসন্ন কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থীতায় মনোনয়ন পত্র দাখিল করাকে কেন্দ্র করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

সোমবার বিকেলে তার নিজ বাড়িতে এস এম মিজানুর রহমান সরদার আবারও কোদালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রার্থীতা করার ঘোষণা করেন এবং তার বন্ধু বান্দব আত্মীয় স্বজন। পাড়া প্রতিবেশির অংশ গ্রহনের মাধ্যমে এই  মিলাদ দোয়া ও আলোচনা সভা করেন।

এসময়ে বিভিন্ন ওয়ার্ড থেকে মহিলা সদস্য প্রার্থী সহ এবং সকল শ্রেণী পেশার মহিলা পুরুষ আনন্দ মুখোর পরিবেশে দোয়ায় অংশ করায় জন সমুদ্রে পরিনত হয়।


আলোচনায় সমর্থিত বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্বা ও স্থানীয় বাসিন্দাদের পক্ষ হতে মোড়ব্বিয়ান সকলেই আগামী কোদালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মিজানুর রহমান সরদার কে ২৮ শে নভেম্বরে বিপুল ভোটে বিজয়ী করার একাত্মতা প্রকাশ করেন। 

এসময় মিজানুর রহমান সরদার বলেন আমি কোদালপুর ইউনিয়ন বাসির শতভাগ সমর্থনে বিগত দিনে চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব পালন ছিলাম মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে সুখে দুখে সবার পাশে ছিলাম।

তিনি আরো বলেন আসছে নির্বাচনে কোদালপুর বাসি আমাকে চেয়ারম্যান হিসেবে পুনরায় নির্বাচিত করবে বলে আমি আশাবাদী।

Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!