ধর্ষন চেষ্টার সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মীর নামে থানায় অভিযোগ

 প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের হাতিয়াবর এলাকার গৃহবধূর বাবা অসুস্থ এমন খবর নিয়ে আসে স্বামীর দুই ভগ্নীপতী রাতে বাবার বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সুমন বর্মন ও বিমন্দ বর্মন তাকে শাল বনের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। গত ৪ মার্চ ধর্ষণ চেষ্টার মামলাও নেন গাজীপুর মেট্রো সদর থানা পুলিশ। আপোষ মিমাংসা না করে মামলা করায় সিটি কর্পোরেশনের ২২-২৩-২৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আক্তার ভিক্টিমসহ তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন‌্য‌ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে স্থানীয় দিন ইসলামকে দিয়ে। হুমকির এমন ঘটনায় ভিক্টিম পরিবার আতংকিত হয়ে ঘটনাটি এশিয়ান টেলিভিশনের অনুসন্ধান টিমের সহকারি ইনর্চাজ রাজু আহাম্মেদকে জানায়। পরে রাজু আহাম্মেদ ঘটনার অনুসন্ধান করে সত‌্যতা খোঁজে পাওয়াই সংবাদটি এশিয়ান টেলিভিশনে প্রচার করে। কাউন্সিলরের হুমকির বিষয়টি তোলে ধরায় প্রতিবেদক রাজু আহাম্মেদের নামে গত ২০শে মার্চ মিথ‌্যা প্রতিবেদন প্রচার করা হয়েছে এমন অভিযোগ করে মেট্রো সদর থানায় কাউন্সিলর  আফসানা আক্তার।

Comments

Popular posts from this blog

জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন বঙ্গ টিভির কর্ণধার ও সমাজসেবক রাসেল মিয়া হৃদয়।

মিজান সিটিতে দেহব্যবসার তথ্য সংগ্রহে বাঁধা, থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের।

নাঙ্গলকোটে যুদ্ধাপরাধীর সন্তান স্বাধীনতা দিবসে অতিথি, এলাকায় তুলকালাম!