জেলহত্যা দিবস উপলক্ষে গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার মোঃ রাকিব হোসেন
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার স্মরণে গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ এর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।
৩ রা নভেম্বর বিকালে ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়
এ সময় ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন আলোচনা সভায় যোগ দিয়ে জাতীয় চার নেতা কে স্মরণ করে নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির,গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন রিপন, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাচ্চু সহ ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। যুবলীগ নেতা জুয়েল মাহমুদ
আরও বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক ডা আব্দুল মতিন ,গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম,গাজীপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের দায়িত্ব প্রাপ্ত সাব্বির মাহমুদ সোহেল।
গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার হোসেন তালুকদার বলেন,জেল হত্যা দিবস যারা ঘটিয়েছে বিএনপি জামাতের প্রেতাত্মারা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদেরকে প্রতিহত করার জন্য আমার সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হল।
গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ বলেন, ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট এবং ৩রা নভেম্বর একই সূত্রে গাঁথা,তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য এই শোক কে শক্তিতে রূপান্তরিত করার আহ্বান জানান।
সর্বশেষ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
Comments
Post a Comment