Posts

Showing posts from October, 2021

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা জান্নাতি ফুল, তারা নিষ্কলুষ এবং নিষ্পাপ: তারা ফুলের মত পবিত্র।"মা সমাবেশে মো. মেহেদী মোর্শেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Image
ওমর ফারুক: নরসিংদী জেলা প্রতিনিধি।  নরসিংদী সুইড বুন্ধী প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে "দ্যুতিময় দুয়ার" আজ রবিবার(৩১ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় মা সমাবেশ। স্কুলের প্রধান শিক্ষক মো. জসিমউদদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নরসিংদী সদর।  এময় তিনি তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের জন্য সরকারিভাবে বরাদ্দ ৫০ শতাংশ জায়গা ভরাটসহ তার ভবন নির্মাণ এবং সামগ্রিক কাজে আমি জড়িত থাকবেন পাশাপাশি শিক্ষক ও অভিভাবকের দাবীর পক্ষে আমি আমার জায়গা হতে সাধ্যমত চেষ্টা করবো।  তিনি তার বক্তব্যে আরো বলেন,' শিশুরা হলো নিষ্পাপ, নিষ্কলুষ। তাদের যত্ন নিন। তাদের সাথে সুন্দর ও সৃজনশীল আচরণ করুন। কেননা, তারা হলো ফুলের মত পবিত্র: সর্গীয়-জান্নাতি দূত!' এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমন, আব্দুল্লাহ আল রাশেদ ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নরসিংদী। বাবু প্রাণতোষ দত্ত, প্রতিষ্ঠাতা পরিচালক প্রাণোতোষ আর্ট স্কু...

ফুলমেহের বেগমের খুনি ফাঁসীর দাবীতে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

Image
ওমর ফারুক: জেলা প্রতিনিধি নরসিংদী আজ বুধবার (২৭ অক্টোবর) সকালে ১১.৩০ মিনিটে নরসিংদী প্রেসক্লাবের সামনে ফুল মেহের এর হত্যাকারী মোঃ খোকনের ফাঁসীর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করে শীলমান্দী ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের উত্তেজিত আম জনতা।  উল্লেখ্য, গত ১৭/১০/২১ ইং রোজ রবিবার  বিকাল আনুমানিক ৪টার দিকে নরসিংদী সদর উপজেলাধীন শীলমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্য শীলমান্দী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল্লাহ এর স্ত্রী (মামুনের মা) ফুলমেহের বেগম (৫০)  তার পালিত ছাগলের জন্য ঘাস কাটতে পাশের কলা বাগানে গেলে মো. কফিল উদ্দীন এর ছেলে মো. খোকন  তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। ঐদিনই নরসিংদী মডেল থানার সার্কেল অফিসারসহ একটি টিম রাত আনুমানিক ৮টার দিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। সোমবার বিকালে তার লাশ ময়না তদন্তের পরে মধ্য শীলমান্দী গোরস্থানে দাফন করা হয় এবং এরপরের দিন অজ্ঞাত নামে ৩১/৪২৪ ধারায় মামলা করলে তা রুজু হয় এবং তদন্তের মাধ্যমে তাকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। গত রবিবার (২...

বাংলাদেশে নতুন রাজনৈতিক দলের জন্ম দিলেন ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর।

Image
ওমর ফারুক: নরসিংদী।  অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যাল এর কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদ্য সাবেক ভিপি নুরুলহক নুরের নেতৃত্বে ‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর২০২১ইং) দুপুরে রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে অবস্থিত দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন নুরুল হক নুর। নতুন দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া  ও নুরুল হক নুরকে  সদস্য সচিব করে দলটির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা বাংলাদেশ গণঅধিকার পরিষদের মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এরমধ্যে আছে- গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। ...

রাজাহাটে তিস্তা নদীর মহাপরিকল্পনার সুখবর দিতে পারেনি ত্রাণপ্রতিমন্ত্রী

Image
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ভারত হঠাৎ ডালিয়া ব্যারাজ খুলে দেয়ায় সৃষ্ট বন্যায় তিস্তা নদীর বন্যা এবং ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শুক্রবার সকালে কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকাপরিদর্শন করেন তিনি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, প্রকল্পের ডিজাইন ও প্রজেক্ট প্রোফাইল কমপ্লিট করা হয়েছে। আপনারা তো জানেন এটা অনেক বড় প্রজেক্ট। এই অঞ্চলে তিস্তা পারের মানুষজনের জীবনমানের উন্নতি হবে। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত চুড়ান্তভাবে কাজ শুরুর সিদ্ধান্ত হয় নাই। তিনি আরও বলেন, কুড়িগ্রামসহ চারটি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকার বন্যার্ত ও ভাঙন কবলিতদের দুর্দশা লাঘবে কাজ করছে। এই চার জেলার প্রতিটিতে ৫০ মে. টন চাল, নগদ ৫ লাখ টাকা, চার হাজার প্যাকেট শুকনো খাবার, পশু খাদ্যের জন্য আরো ২লাখ টাকা এবং একশ বান্ডিল করে ঢেউটিন বরাদ্দ...

যুব অধিকার পরিষদ" মাধবদী থানার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ!

Image
ওমর ফারুক:  সদর উপজেলা (নরসিংদী) ঢাকা বিভাগ: ২০/১০/২১ইং তারুণ্য অধিকার সমৃদ্ধি শ্লোগান নিয়ে যাত্রাপথে অবিরাম এগিয়ে চলছে সদ্য সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে "বাংলাদেশ যুব অধিকার পরিষদ"। কোটা সংস্কার আন্দোলনের  মধ্য দিয়ে ২০১৮ সালে ছাত্রনেতা হিসাবে আত্ম প্রকাশ করে নুরুলহক নুর। তার অদম্য স্পৃহা, মানবিক চেতনা, বিরল সাহসিকতা, অসাধারণ যৌক্তিক বাগ্মিতার জন্য অল্প সময়ে তিনি এবং তার দল মানুষের মনে জায়গা করে নিচ্ছে; তার নেতৃত্বাধীন ছাত্র, যুব, শ্রমিক এবং পেশাজীবি অধিকার পরিষদ দূর্বার গতিতে এগিয়ে চলছে। তার ধারাবাহিকতায় গতকাল রাতে সাংগঠনিক পেইডে "বাংলাদেশ যুব অধিকার পরিষদ" নরসিংদী জেলার আহবায়ক আঃ আজিজ এবং আওলাদ হোসেন জনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। আহ্বায়ক হিসাবে মনোনয়ন দেয়া হয় শাকের আদনানকে, যুগ্ন আহবায়ক আপন আহমেদ রাজসহ দশজন(১০) এবং সদস্য সচিব মনোনিত হন মো. সবুজ যুগ্ন সদস্য সচিব হন মো. রফিকুল ইসলাম। কার্যকরী সদস্য হিসাবে মনোনীত হন হৃদয় খান,মাসুম মিয়াসহ সতের (১৭) জন।  মা...

নরসিংদীতে কলাবাগানে মিললো ঘাসে মোড়ানো মহিলার লাশ!

Image
ওমর ফারুক: নরসিংদী।  নরসিংদী সদর উপজেলাধীন শীলমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড মধ্য শীলমান্দী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল্লাহ এর স্ত্রী (মামুনের মা) ফুলমেহের (৫০) কে ১৭ অক্টোবর ২১ ইং রোজ রবিবার বিকাল আনুমানিক ৪টার দিকে তার পালিত ছাগলের জন্য ঘাস কাটতে পাশের কলাবাগানে গেলে কে/কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে এবং লাশ ঘাস দিয়ে মুড়িয়ে ঢেকে দেয়। এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নরসিংদী মডেল থানার সার্কেল অফিসারসহ একটি টিম রাত আনুমানিক ৮টার দিকে নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন সুরতহাল রিপোর্ট এর জন্য। ১৮ অক্টোবর রোজ সোমবার বিকালে তার লাশ ময়না তদন্তের পরে মধ্য শীলমান্দী গোরস্থানে দাফন করা হয়। সকালে সরেজমিনে দেখা যায়, নিরব কলা বাগানে ঘাসের বোঝা এলোমেলো হয়ে পরে আছে। নিহতের বাসায় মাতমের পরিবেশ খুবই শোকময় হয়ে উঠেছে। এসময় শীলমান্দী ইউনিয়ন এর ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম বলেন,' নিহত ফুলমেহের আমার চাচী হন। তিনি খুবই সাদাসিধা ছিলেন। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সঠিক বিচার চাই। নিহত...

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম, এ মান্নান সাহেব এর রুগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহ্ফিল।

Image
সাহাদাত শিকদার গাজীপুর জেলা প্রতিনিধি।  আজ রোজ শনিবার ১৬ /১০/২০২১ বিএনপির চেয়ারপার্সন ও ৩ বারের সাফল্য হওয়া প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম, এ মান্নান সাহেব এর রোগমুক্তি কামনায় গাজীপুরের শালনা এলাকার বিএনপির অফিসে এই দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়া। এসময় উপস্থিত ছিলেন। নবগঠিত কাউলতিয়া মেট্রো থানার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান( মোস্তাফা)এর সভাপতিত্বে অন্যানের  মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর এর বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড, কাউন্সিলর তানভীর আহম্মেদ আকন্দ,বিলুপ্ত কাউলতিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান,জেলা আাইনজিবী সমিতির সাংগঠনিক সম্পাদক আবুতাহের নয়ন।   কাউলতিয়া মেট্রো থানার যুগ্ম আহ্বায়ক সেলিম হোসাইন, যুগ্ম আহ্বায়ক, নাহিদুল ইসলাম রনি,যুগ্ম আহ্বায়ক, জহির হোসনে, যুগ্ন আহ্বায়ক, জাহিদ হায়দার, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, ১নং আহ্বায়ক সদস্য আঃ রাজ্জাক আলী,সদস্য খোরশেদ আলম,শাহিন হোসেন,কাইয়ুম হোসেন,আনোয়ার হোসেন ,শহিদুল ইসলাম, আতিকুর রহমান খান,মোঃ ই...

ধরণীবাড়ী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এরশাদুল হক নির্বাচনী প্রচারণার পাশাপাশি সমাজ সেবার কাজ করছেন

Image
নয়ন দাস, রংপুর ব্যুরো প্রধান | জনকল্যাণের লক্ষ্যে,৭নং ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে জনসেবায় কাজ করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে,তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে,আরও শক্তিশালী করতে। ১ম বারের মতো চেয়ারম্যান,পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি,জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে, চেয়ারম্যান পদপ্রার্থী,মোঃ এরশাদুল হক বলেন,এবার আমাকে এ নির্বাচনে, আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের,উন্নয়নের রোল মডেলসহ। গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে,কাজ করার সুযোগ চাই। তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব।নীতিতে অটল এবং দুর্নীতি ও অনিয়মের সাথে তিনি আপোষ করেন না। তিনি আরো বলেন,করোনাকালীন সময় থেকে,আমি নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে। কর্মহীন হয়ে পড়া অনেক অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া বিভিন্ন সময়ে আমার সাধ্যমত সহযোগিতা করে আসছি!আমি সব সময় দরিদ্র মানুষের পাশে থেকেছি, অসহায় দরিদ্র জনগণের পাশে থাকা আমার অভ্যাসে পরিণত...

হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শায়খুল ইসলাম (নয়া) সমাজ সেবার কাজ চলোমান রেখেছেন।

Image
নয়ন দাস, রংপুর ব্যুরো প্রধান | জনকল্যাণের লক্ষ্যে,১১নং হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে,চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে জনসেবায় কাজ করছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে,তার সুযোগ্য কন্যা জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে,আরও শক্তিশালী করতে। চেয়ারম্যান,পদে প্রার্থী হয়ে আপনাদের কাছে আসছি,জনগণের দোয়া ও সমর্থনের আহবান জানিয়ে, চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ শায়খুল ইসলাম (নয়া) বলেন,এবার আমাকে এ নির্বাচনে, আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের,উন্নয়নের রোল মডেলসহ। গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে,কাজ করার সুযোগ চাই। তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে আমার এ ইউনিয়নে মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে ও জুয়া বন্ধে কাজ করে যাব।নীতিতে অটল এবং দুর্নীতি ও অনিয়মের সাথে তিনি আপোষ করেন না। তিনি আরো বলেন,করোনাকালীন সময় থেকে,আমি নিজের এবং পরিবারের কথা চিন্তা না করে। কর্মহীন হয়ে পড়া অনেক অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া বিভিন্ন সময়ে আমার সাধ্যমত সহযোগিতা করে আসছি!আমি সব সময় দরিদ্র মানুষের পাশে থেকেছি, অসহায় দরিদ্র জনগণের পাশে থাকা আমার অভ্যাসে পরিণত হয়েছ...

আজ আমরা জানবো ফেসবুক প্রোটেক্ট কেন আপনার অ্যাকাউন্টের জন্য দরকার!

Image
ফেসবুকের খুটিনাটি  ফেসবুক প্রোটেক্ট চালু করার সময় এ বিষয়ে বিস্তারিত জানতে লার্ন মোর অপশনে গেলে সেখানে ফেসবুক প্রোটেক্ট কেন জরুরি সে বিষয়ে বলা হয়। ফেসবুক প্রোটেক্ট কেন জরুরি সে বিষয়ে ফেসবুক নিজেই ব্যাখ্যা দিয়ে বলেছেন যে, হ্যাকাররা সব সময় সেই অ্যাকাউন্টগুলোর প্রতিই আগ্রহী হয়, যেগুলোতে অনেক বেশি ফলোয়ার থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ পেইজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে। আর এই  ধরণের টার্গেটেড অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার সিদ্ধান্ত  নিয়েছে ফেসবুক। এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, ফেসবুকের এই ফিচারটি অ্যাকাউন্টের মৌলিক নিরাপত্তার বিষয়গুলো যেমন ইউজার নেম, পাসওয়ার্ড বা টু-ফ্যাক্টর অথেনটিফিকেশনের পাশাপাশি আরো কিছু বাড়তি নিরাপত্তা দেবে। তিনি বলেন, "এর পরবর্তীতে অ্যাকাউন্টধারীর পেইজে কোন পোস্ট আসার আগে ফারদার (আরো) অথেনটিফিকেশন (যাচাই) হয়ে আসবে। যাতে ওই অ্যাকাউন্টটিকে আর কেউ অ্যাবিউজ করতে না পারে, থ্রেট (হুমকি) থেকে রক্ষা করতে এই উদ্যোগ।" ফেসবুক কর্তৃপক্ষ জানা...

মহেশখালীতে কলার সঙ্গে বিষ মিশিয়ে অর্ধশতাধিক বানরকে হত্যা করা হয়েছে লাউ ক্ষেতে।

Image
ফরিদুল আলম রনি  বিনষ্টের অযুহাতে এ বানরগুলোকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বড়মহেশখালীর মৌজার ভারিতিল্যা ঘোনা পাহাড়ে এ ঘটনা ঘটে। সেখানে একটি লাউ ক্ষেতের পাশে বানরগুলোকে মৃত পড়ে থাকতে দেখা যায়। এছাড়া কয়েকটি বানরকে গাছে ঝুঁলন্ত অবস্থায়ও দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাহাড়ি জমিতে কাজ করতে যাওয়ার সময় লাউ ক্ষেতের পাশে বানরগুলোকে মৃত অবস্থায় দেখতে পায়। বানরগুলো প্রায় সময় লাউ ক্ষেতে নেমে ক্ষেত বিনষ্ট করে। এতে ক্ষিপ্ত হয়ে ক্ষেতের মালিক দিনের কোন এক সময় বিষ মিশ্রত কলা রেখে যায়। বানরগুলো ওই কলা খেয়ে মারা যায়। জানা গেছে, ওই লাউ ক্ষেতের মালিক ওই উপজেলার দেবাঙ্গা পাড়া গ্রামের জনৈক মোজাফ্ফার মাস্টারের ছেলে। বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে পাহাড়ে বন্য প্রাণীদের আবাসস্থল হুমকিতে পড়ছে। সবার অগোচরে পাহাড়ী এলাকায় এভাবেই নির্বিচারে বন্যপ্রার্থী হত্যাযজ্ঞ চলছে। তবে বরাবরই বনবিভাগ এ ব্যাপারে উদাসীন রয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এদিকে পরিবেশবাদী সংগঠন গ্রীন এনভায়রনমেন্ট মুভম্যান্টের মহেশখালী উপজেলার স...

নওগাঁয় এসএমএস পেয়ে অপহৃত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার, আটক অপহরণকারীর বাবা-মা

Image
অহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর মহাদেবপুরে এসএমএস পেয়ে এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার কদমতলী এলাকা থেকে  ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী মোঃ মাহমুদুল হাসান রকি (২৬) পালিয়ে যাওয়ায় তার বাবা-মাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন, গাংজোয়ার গ্রামের মোজাম্মেল হক (৫৫) ও তার স্ত্রী মোছাঃ তাছলিমা বেগম (৫২)। প্রেস বিফিংএ ডিবি পুলিশ জানায়, গত ৩ অক্টোবর বিকাল ৩ টার সময় এসএসসি পরীক্ষার্থী মেস থেকে বাড়ী যাবার উদ্দেশ্যে বের হলে মহাদেবপুর থানার কদমতলী এলাকা থেকে আসামী রকি তাকে জোর করে অপরহণ করে তার বাড়ীতে নিয়ে আসে। গত ৯ দিন আসামীর বাড়ীতে আটক রেখে ধর্ষন করে এবং শারীরিক নির্যাতন করে। ভিকটিম সুযোগ বুঝে আসামীর মোবাইল থেকে পুলিশ সুপার নওগাঁ প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়কে এসএমএস এর মাধ্যমে জানান যে, আসামি মোঃ মাহমুদুল হাসান রকি তাকে জোর করে অপহরণ করে নিজ বাড়ী গাংজোয়ার আটকে রেখেছে এবং তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাৎক্ষণিক পুলিশ সুপার ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারীর বাবা-মা জনকে গ্রেফতার করে। এবিষয়ে মহাদেবপুর থা...

টঙ্গীতে শিক্ষক ওয়াদুদুর রহমান স্যারের বিরুদ্ধে অপপ্রচার।

Image
স্টাফ রিপোর্টার শেখ মোঃ রাকিব হোসেন  গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুলো অন্যতম একটি সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠান দেশকে উপহার দিয়েছে হাজারো মেধাবী সন্তান। প্রতিষ্ঠার পর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। যার অক্লান্ত শ্রম ও মেধায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।  সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রি মহল। তারই ধারাবাহিকতায় একটি জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ও পত্রিকায় কিছু সংবাদ প্রকাশিত হয় যা সাংবাদিকতার অপকৌশল বলে মনে করছেন বিশিষ্ট শিক্ষাবিদ গন।  তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের নিয়ে এহেন নোংরামি পুরো জাতির জন্য লজ্জাজনক। যারা মানুষ গড়ার করিগর তাদের বিরুদ্ধে অপ...

টঙ্গীতে শিক্ষক ওয়াদুদুর রহমান স্যারের বিরুদ্ধে অপপ্রচার।

Image
স্টাফ রিপোর্টার শেখ মোঃ রাকিব হোসেন  গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুলো অন্যতম একটি সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ। প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠান দেশকে উপহার দিয়েছে হাজারো মেধাবী সন্তান। প্রতিষ্ঠার পর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান। যার অক্লান্ত শ্রম ও মেধায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।  সম্প্রতি এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রি মহল। তারই ধারাবাহিকতায় একটি জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যম ও পত্রিকায় কিছু সংবাদ প্রকাশিত হয় যা সাংবাদিকতার অপকৌশল বলে মনে করছেন বিশিষ্ট শিক্ষাবিদ গন।  তারা আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের নিয়ে এহেন নোংরামি পুরো জাতির জন্য লজ্জাজনক। যারা মানুষ গড়ার করিগর তাদের বিরুদ্ধে অপ...

খুলনার তেরখাদায় পূর্ব পরিকল্পিত ভাবে মৎস্যঘেরে বিষ প্রয়োগ,দশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন

Image
আজিজুল ইসলাম খুলনা প্রতিনিধি  তেরখাদা উপজেলার আজগড়া বাসুয়াখালী বিলে  মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা।ভুক্তভোগী সূত্রে জানাগেছে, গত ১১ই অক্টোবর  আজগড়া  গ্রামের বাসুয়াখালী বিলে   মাছের ঘেরে  স্থানীয় দুর্বৃত্ত মোঃজলিলের পুত্র জসিম,আরোজ এবং কালি মল্লিকের পুত্র পলাশ মল্লিক সহ ৪/৫ জন অজ্ঞাত বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে । উক্ত ঘেরে   গলদা চিংড়ী, রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ ছিল।   এ ব্যাপারে তেরখাদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে ঘের মালিক জাহিদ হাসানের নিকট জানতে চাইলে তিনি বলেন,রাত ১১টার দিকে ঘেরে বাসা থেকে প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে টর্চলাইট মারলে দেখতে পাই,ঘেরের মাছ মারা যাচ্ছে।টর্চ লাইটের আলোয় জসিম,আরোজ, পলাশ মল্লিক ও স্থানীয় ৪/৫জন আমার ঘেরের করে মাছ  ধরছে,চিৎকার করলে তারা দ্রুত গতিতে নৌকাযোগে পালিয়ে। কিছুদিন পূর্বে তাদের সাথে জমিসংক্রান্ত বিভিন্ন ঝামেলা চলছিলো। এ ঘটনার সূত্র ধরে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বিতর্কিতদের হাতে নৌকা তুলে দিচ্ছে কারা।

Image
স্টাফ রিপোর্টার শেখ মোঃ রাকিব হোসেন  দ্বিতীয় ধাপের আসন্ন ৮৪৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান ৪ হাজার ৪৫৮ জন প্রার্থী।  এর মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীর পুত্র ও নাতি, বিএনপি নেতা, খুনের আসামি, নারী নির্যাতন মামলার আাসামিও রয়েছে। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত, বিধবা ভাতার কার্ড নিয়ে প্রতারণা এবং গরিবের চাল বিক্রি করে সমালোচিত চেয়ারম্যানরাও আছে। ইউপি নির্বাচনে অভিযোগ প্রমাণ হলে প্রার্থী বদলাবে আওয়ামী লীগ। নৌকা প্রতীক পাওয়া কোনও প্রার্থীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলে মনোনয়ন পুনর্বিবেচনা করবে আওয়ামী লীগ। এজন্য ধানমন্ডির কার্যালয়ে অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থাও আছে। গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়। দেশের বিভিন্ন স্থান থেকে আসছে নানা খবর। দুই একটা ঘটনায় দৃষ্টি দেওয়া যাক - আশরাফুল হক নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সেই আশরাফুল হককেই আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার বাবা সিরাজুল হক উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। এদিকে, সাবেক ছাত্রদল নেতাকে নৌকার মনোনয়ন দ...

গভীর রাতে বিধবার ঘরে গিয়ে এএসআই ধরা!

Image
পটুয়াখালীর বাউফল উপজেলায় রাতে এক বিধবা নারীর (৪০) ঘরে প্রবেশ করার অভিযোগে এএসআই রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। শনিবার (৯ অক্টোবর) বিকেলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার (৮ অক্টোবর) রাত ১১টায় পটুয়াখালীর বাউফল থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) রফিকুল ইসলাম (৪২) এক বিধবা নারীর ঘরে প্রবেশ করে। পরে ওই নারীর সঙ্গে সময় কাটানোর পর ঘর থেকে বের হওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। একপর্যায়ে তাকে মারধরও করেন স্থানীয়রা। এ সময় ওই এএসআই বিব্রতকর পরিবেশ এড়াতে স্থানীয় কয়েক যুবকের ৩টি বিকাশ নম্বরে ৪৫ হাজার টাকা লেনদেন করেন। পরে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে সাড়ে ১১টার দিকে থানা থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, শনিবার (৯ অক্টোবর) এএসআই রফিকুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। অভিযাগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

বগুড়ার নন্দীগ্রামে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির এক ঘুষিতে প্রধান শিক্ষকের ৩টি দাঁত উধাও

Image
সিফাত মাহমুদ ফাহিম  বর্তমান সু-সুন্দর সমাজ ব্যবস্থার এটি বহিঃপ্রকাশ।কারণ এদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হতে শিক্ষগত যোগ্যতা প্রয়োজন হয়।কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি কিংবা অন্য কোন মাথা হতে শিক্ষাগত যোগ্যতার কোন প্রয়োজন হয় না। সেই দেশে ম্যানেজিং কমিটির সভাপতির হাতে জাতি গঠনের কারিগরিদের পিটানী খাওয়া বিছিন্ন ঘটনা ছাড়া আর কিছুই নয়।আমরা এমনই একটি সভ্য জাতি যা ভাষায় প্রকাশ করা যাবেনা কারণ আমাদের দেশে এখন অশিক্ষিত, মূর্খরাই জাতির দিক-নির্দেশক। যেই দেশের পবিত্র সংসদ অধিবেশনে মমতাজ'রা গান গেয়ে  জাতিকে অবাক করে সেই দেশে আসলেই এসব বিছিন্ন ঘটনা।যাইহোক- দিন শেষে খাতা কলমে ইতিহাসে আমরাই বীরের জাতি, আমরাই সভ্য জাতি। বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সাঃ) মনে হয় বাংলাদেশ দেখে দেখেই কিয়ামতের ভবিষ্যৎ বাণী বলে দিয়ে গিয়েছিলেন। কারণ কিয়ামতের আলামত এর কম বেশি সবকিছুই বাংলার জমিনে এখন বিরাজমান।সুদ, ঘুষ এগুলো যেনো এখন হয়েছে জাতিও আহারে পরিণত আমাদের মাথার উপর বসে আছে অযোগ্য মূর্খরা তারাই এখন আমাদের পরিচালনা করছে আর শিক্ষিত মানুষ এগুলো এভাবেই সব জায়গায় লান্থিত হচ্ছে।

দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন লামাকাজী ইউপি’র চেয়ারম্যান প্রার্থী ফয়ছল আহমদ।

Image
ফারুক আহমদ বিশ্বনাথ সিলেট  সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদেরকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মনোনয়নের প্রত্যাশী লামাকাজী ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, গোবিন্দগন্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য, ইউনিয়ন যুবলীগের আহবায়ক, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. ফয়ছল আহমদ। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দূর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ বিশ্বনাথ উপজেলা ও লামাকাজী ইউনিয়নের সকলে আনন্দ উৎসাহের মধ্যদিয়ে এ উৎসবকে আরো আনন্দময় করে তুলবে এ আশা করেন। তিনি দূর্গাপূজায় হিন্দু সম্প্রদায় নাগরিকবৃন্দকে দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করার আহবান ও জানান। উল্লেখ্য: বিশ্বনাথ উপজেলার প্রত্যেক ইউনিয়নে পুরোদমে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এ উপজেলায় চতুর্থ অথবা পঞ্চম ধাপ...

৭নং কুলাউড়া সদর ইউনিয়ন শাখার আওতাধীন বড়কাপন আঞ্চলিক শাখার কাউন্সিল ও অভিষেক সম্পন্ন।

Image
কুলাউড়া উপজেলা প্রতিনিধি: ছয়ফুল ইসলাম সভাপতি ও হাবিবুর রহমান সাঈদ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  ০৮ অক্টোবর  ২০২১ ইং রোজ শুক্রবার বিকাল ২ ঘটিকার সময় বড়কাপন অস্থায়ী কার্যালয়ে নিম্নোক্ত  কমিটির অনুমোদন হয়।এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান জাকির সভাপতি ৭নং কুলাউড়া সদর  ইউনিয়ন তালামীয, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কুলাউড়া সদর  ইউনিয়ন তালামীয শাখার সাংগঠনিক  সম্পাদক মুস্তাকিম আহমদ, এবং অভিষেকের বাক্য পাঠ করান তানবীর আহমদ সহ সাধারণ সম্পাদক ৭নং কুলাউড়া সদর  ইউনিয়ন তালামীয শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক , মিফতা আহমদ রাফি,প্রচার সম্পাদকঃ নাহিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শাকিল আহমদ ও বাগাজুরা আসনপুর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক সাদি আহমদ।  সংগঠনের অন্যান্য দায়িত্বশীল হলেন-  সহ-সভাপতি নাহিদ আহমদ ,সহ-সাধারণ সম্পাদক দুদু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ সহ-সাংগঠনিক সম্পাদক  রাব্বি আহমদ, প্রচার সম্পাদক জাবেদ আহমদ,...

নবজাতককে ফেলে প্রেমিকের সাথে গৃহবধূ উধাও!

Image
স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেন, যশোর জেনারেল হাসপাতাল থেকে  সদ্যোজাত সন্তানকে ফেলে প্রেমিকের সাথে পালিয়ে গেছেন এক গৃহবধূ। এই ঘটনাটি ঘটেছে যশোর জেনারেল হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত ১২টা ৫১ মিনিটে মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ার  ইব্রাহিমের স্ত্রী নিঝুম (২০) সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তি হয়,ভর্তি রেজি. নাম্বার ৯৪১৬১৪/০৪)। পরের দিন বেলা একটার সময় অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি ছেলেশিশু জন্ম হয়। কিন্তু এর মাত্র ঘণ্টাখানেকের পর শিশুটিকে হাসপাতালে রেখে  গৃহবধূ নিখোঁজ হয়। শিশুটি দুই দিন যশোর জেনারেল হাসপাতালের সেবিকাদের তত্ত্বাবধানে ছিল। কর্তৃপক্ষ তার স্বজনদের সন্ধান করতে থাকেন। একপর্যায়ে পুলিশের সহযোগিতায় শিশুটির নানা-নানির সন্ধান পাওয়া যায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের হাতে তুলে দেন শিশুটিকে। এবিষয়ে শিশুটির নানা শাহ আলম বলেন,গত ২০২০ সালের ৩মার্চ আমার মেয়ে নিঝুমকে ভোলা জেলা সদরের খয়েরতলা এলাকার, মুসা মিয়ার ছেলে ইব্রাহিমের সাথে বিয়ে দিই। বিয়ের পরে মেয়েকে নিয়ে ইব্রাহিম ঢাকায় থাকতো।কিছুদিন আগে মেয়ের সন্তান হবে সেই সূত্রে মাগুরা আমার বাড়ি আ...

ছাত্রলীগের পদ পাওয়া চতুর্থ শ্রেণির ছাত্রকে অব্যাহতি।

Image
নিজস্ব প্রতিনিধি  কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে স্থান পাওয়া চতুর্থ শ্রেণির ছাত্র আজমাইন আঞ্জুম নোয়েলকে অব্যাহতি দেয়া হয়েছে। ফেসবুকে সমালোচনার মুখে বুধবার (৬ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেয়া হয়। এর আগে, মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আবু তৈয়ব অপি ও লোকমান হোসেন রুবেল ৭১ সদস্যের কমিটির সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন। এরপর চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে উপজেলা কমিটির পদে রাখার বিষয়টি জানাজানি হলে মুহূর্তে এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। বিজ্ঞপ্তিতে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের সই রয়েছে। তবে অব্যাহতিপত্রে কোনও কারণ উল্লেখ করেননি তারা। জানা গেছে, লালমাই উপজেলা প্রতিষ্ঠার প্রায় ৪ বছর পর মঙ্গলবার (৫ অক্টোবর) ছাত্রলীগের প্রথম কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগরকে সভাপতি ও বাগমারা উত্তর ইউনিয়নের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ৭১ সদস্যের ওই কমিটিতে দেখা গেছে, সাধারণ সদস্যের তালিকায় আজমাইন আঞ্জুম নোয়েলের নাম ...

উলিপুরে বিধবা নারীকে ধর্ষন চেষ্টা হাত পা ধরিয়ে মিমাংসা করলেন গ্রাম্য মাতব্বরা।

Image
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি  কুড়িগ্রামের উলিপুরে এক বিধবা নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী থানায় অভিযোগ করেছেন। এদিকে অভিযুক্ত ব্যক্তিকে দিয়ে বিধবা নারীর হাত পা ধরিয়ে ঘটনার মিমাংসা করেছেন গ্রাম্য মাতব্বরা। ঘটনাটি ঘটেছে, কাশিয়াগাড়ি এলাকায়।  ভূক্তভোগী নারীর অভিযোগ ও তার পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে লতিফুল খবির বাবু (৪০) সম্পর্কে ওই নারীর ভাতিজা। বাবু প্রায় সময় ওই নারীকে উত্যাক্তসহ তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত।  গত ৩০ সেপ্টেম্বর গভীর রাতে বাবু ওই বিধবা নারীর শয়ন ঘরের দড়জা খুলে ভিতরে প্রবেশ করেন। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা ওই নারীকে ধর্ষনের চেষ্টা করেন বাবু। এতে নিজের আত্মসম্মান বাঁচাতে চিৎকার শুরু করলে বাবু তার মুখ চেপে ধরলে ওই নারীর মুখ ও নাকের বিভিন্ন স্থানে জখম হয়।  এ সময় প্রতিবেশিরা এগিয়ে এসে বাবুকে আটকের চেষ্টা করলে সে পালিয়ে যায়। এরপর ঘটনার প্রতিকার চেয়ে গত ৩ অক্টোবর ভিকটিম উলিপুর থানায় লিখিত অভিযোগ করেন।   নির্যাতিত বিধবা নারী জানান, থানায় অভিযোগ দেয়ার পর গত ৪...

যুবলীগ করতে হলে সুশিক্ষিত এবং মাদক ও সন্ত্রাস মুক্ত হতে হবে।

Image
স্টাফ রিপোর্টার শেখ মোঃ রাকিব হোসেন  কোন মাদক ব্যবসায়ী সন্ত্রাস অশিক্ষিত লোক যুবলীগ করতে আসবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ¦ কামরুল আহসান সরকার রাসেল। গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে পৃথক পৃথক স্থানে আওয়ামী যুবলীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আজকের যুবলীগ করতে হলে সুশিক্ষিত ,মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত হতে হবে। যুবলীগের মাধ্যমে জঙ্গিবাদ মুক্ত, মৌলবাদ মুক্ত ওয়ার্ড কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।  বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে  মহানগরীর ৭ নং ওয়ার্ডে জরুন খেলার মাঠে এবং পরবর্তীতে ৮ নং ওয়ার্ডে পারিজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগের এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ও মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে কার্যকরি সদস্য দেলোয়ার হোসেন দেলুর সঞ্চালনায়   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সুমন আহমেদ শান্ত বাবু, মহানগর আওয়ামী যুবলীগ নেতা  আতিকুর রহমান খান রাহাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।  এ সময় তিনি...

পটুয়াখালীর নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি।

Image
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা শহরের পৌর নিউমার্কেটে গত বুধবার দিবাগত গভীর রাতে বৃহস্পতিবার (৭-সেপ্টেম্বর-২০২১ ইং) তারিখ রাত আনুমানিক ৪ টার সময় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় মুদি-মনোহরি দোকান, চালের আরৎ, হার্ডওয়ারি দোকান, খাবার হোটেল, লোহার দোকান, পানের দোকান সহ অনান্য ব্যাবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যাবসায়ীদের ধারনা। ঘটনার খবর পেয়ে, পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় প্রশাসনিক কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রনে আনতে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পটুয়াখালী, আমতলী ও বাকেরগন্জের ৪ টি ইউনিট কাজ করছে।এছাড়াও রেড-ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিট উদ্ধার অভিযানে সহযোগিতা করছে।তবে ক্ষয়ক্ষতির পরিমান সুনির্দিষ্ট ভাবে এখনো বলা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার মোঃ মোহাম্মদ শহিদুল্লাহ জানান, পটুয়াখালী ও বরিশাল পায়রা স্টেশনের ৬ টি ইউনিট ও স্থানীয় প্রশাসনের যৌথ তৎপরতায় ...

দিনাজপুরে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ২

Image
পি কে রায় চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় গোয়েন্দা পুলিশের পরিচয় দিয়ে দুই নারী ও তিন পুরুষকে তুলে নিয়ে যাওয়ার সময় দুইজনকে আঁটক করেছেন স্থানীয়রা। পরে তাদেরকে চিরিরবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গত বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় চিরিরবন্দর উপজেলার বেকীপুল বাজারে তাঁদের আটক করেন। আটককৃতরা হলেন-খানসামা উপজেলার আঙ্গারপাড়া গ্রামের আইয়ুব আলীর পুত্র আনারুল ইসলাম (৩৫) ও একই উপজেলার উত্তমপাড়ার জতীশ চন্দ্র রায়ের পুত্র নিতাই রায় (৩০)। প্রতারণার শিকার ব্যক্তিরা হলেন-ঢাকার ৫১ নম্বর ওয়ার্ডের কামরাঙ্গীচর এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র লিটন মুন্সি (৫০), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রঞ্জনপুর গ্রামের স্বপনের পুত্র হৃদয় হোসেন (২০), ঢাকার দোহার থানার বিক্রমপুর গ্রামের সোহেলের কন্যা মোছাঃ ময়না (২০), চাঁদপুর জেলার মতলবপুর থানার একলাছপরা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী মোছাঃ সিমা (৪০)। অপর একজনের নাম ও পরিচয় জানা যায়নি। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ডলার ও কষ্টি পাথরের মূর্তিসহ বিভিন্ন মূল্যবান জিনিস বিক্রির প্রলোভনে ২/৩ দিন আগে দেশের বিভিন্ন এলাকা...

পিরোজপুরে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আটক -১

Image
স্টাফ রিপোর্টার:  পিরোজপুরে পূর্ব শত্রুতার জের ধরে জিয়াউল হক জিকু (৪৭) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছেন । এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ শুক্কুর নামের একজনকে আটক করেছেন। নিহত জিকু পিরোজপুরের সদর উপজেলার দক্ষিন নামাজপুর এলাকার দলিল উদ্দিন খানের ছেলে। তিনি শহরের মধ্যরাস্তা এলাকায় ভাড়া বাসায় থেকে শহরে মাছের ব্যবসা করতেন। নিহত মাছ ব্যবসায়ী জিকুর স্ত্রী লিমা আক্তার জানান, জিকু তার ভাতিজা মামুনের সাথে আর্থিক লেনেদেন ছিলো। গত বুধবার (০৬ অক্টোবর) ভাতিজা মামুনের কাছে তার পাওনা টাকা চাইলে এনিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় মামুন তাকে দেখিয়ে দেবার হুমকি দেয়।গতরাত পৌনে ১২ টার দিকে জিকু বাজার থেকে বাড়ি ফেরার পথে শহরের জেলা পরিষদ মার্কেটের কাছে হাজী বিরানী হাউজের সামনে এলে ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালানো হয়। আহত অবস্থায় জিকুকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তারেক আজিজ জানান, অতিরিক্ত রক্তক্ষরনের ফলে জিকু নামের এক লোকের মৃত্যু হয়েছে।তার শরীরে দাঁড়ালো কোন কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। ...

খুলনার কয়রা উপজেলার মেধাবী শিক্ষার্থী বৃষ্টি অজানা রোগে আক্রান্ত মানবিক সাহায্যের আবেদন

Image
  শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা   খুলনার কয়রা উপজেলার অত্যন্ত সুপরিচিত কালিকাপুর চৌকুনী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী বৃষ্টি  অজানা রোগে আক্রান্ত। শরীরের বিভিন্ন স্থান যেমন ঠোট, কান, নাক, হাতের তালু, পায়ের তালু দিয়ে রক্ত ঝরে। মেয়েকে চিকিৎসা করাতে গিয়ে বৃষ্টির বাবা সহায় সম্পত্তি সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। কিন্তু পর্যন্ত তার মেয়ে বৃষ্টি কোনো রোগে আক্রান্ত তাহা ধরা পড়েনি। চিকিৎসার ব্যয় বহন করাতে না পেরে বৃষ্টির পিতা দুইবার স্টক ও করেছেন। মেধাবী ছাত্রী বৃষ্টির বড় হয়ে ডাক্তার হতে চাই এটা তার স্বপ্ন। বৃষ্টির স্বপ্ন পূরণে তার পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন বৃষ্টির পরিবার।  ইতিমধ্যে তাকে দেশের বাহিরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন উক্ত পরিবারটি। বৃষ্টির পরিবার বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের সবিনয় অনুরোধ জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা বৃষ্টির পিতার মোবাইল নাম্বার   01925682254 (বিকাশ)।

শীঘ্রই তৈরি হবে আইপি টিভি রেজিস্ট্রেশন নির্দেশিকা তথ্যমন্ত্রী

Image
নিজস্ব প্রতিনিধি  ভিডিও দেখতে নিচের ↓  লিংকটি ক্লিক করুন  https://youtu.be/wOpvbQLQpt8 খুব শীঘ্রই আইপি টিভির রেজিস্ট্রেশন দেয়া হবে এবং তার আগে নির্দেশিকা তৈরি করা হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আইপি টিভিকে নিউ মিডিয়ার একটি মাধ্যম হিসেবে বর্ণনা করে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাই নিউ মিডিয়া আরো বিকশিত হোক কিন্তু পাশাপাশি এটি যেন কোনোভাবেই ভিন্নভাবে ব্যবহৃত না হয়, আমাদের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য যাতে সংরক্ষিত হয়। আমাদের নতুন প্রজন্ম এই মাধ্যমকে যেন জীবন গড়ার কাজে লাগাতে পারে, তারা যাতে জীবন গড়ার ক্ষেত্রে আরো প্রত্যয়ী হয়, তাদের মধ্যে দেশপ্রেম, দেশাত্মবোধ, মূল্যবোধ, মমত্ববোধ এগুলো যাতে আরো বিকশিত হয়, যন্ত্র ব্যবহারের সাথে মানুষ যেন যন্ত্র হয়ে না যায়, মানবিকতা টিকে থাকে, সেদিকে লক্ষ্য রাখা জরুরি। সেই লক্ষ্যে আমরা কতগুলো নির্দেশিকা ঠিক করছি এবং এই খাতটাকে আরো বিকশিত করাই আমাদের উদ্দেশ্য। নিয়মনীতির ভিত্তিতে দেশের প্রয়োজনে এবং ভবিষ্যত প্রজন্ম গড়ার প্রয়োজনে, বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় দেশটাকে নিয়ে যাওয়ার স্বার্থে যেন এটি ব্যবহৃত হয়, সে লক্...

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর;ঘাতক সিএনজি চালক আটক!

Image
শ্রীপুর প্রতিনিধ: শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর  ইউনিয়নের শৈলাট টু জৈনা বাজার রোডে গোতার বাজার নামক স্থানে আজ সকাল ৮ টা ১৫ মিনিটের সময় তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছাত্র মনির সড়ক দুর্ঘটনার নিহত হন।  ৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ টা ১৫ মিনিটের সময় নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গোতার বাজারের একটি দোকান থেকে বিস্কুট কিনে সামনে টোলে বসেই খাচ্ছিল।এমন সময় বেপরোয়া গতির একটি সিএনজি শিক্ষার্থী মনির হোসেন এর উপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই মারাত্মকভাবে আহত হয় মনির তারপর দ্রুত চিকিৎসার জন্য ময়মনসিং হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় । নয়াপাড়া গ্রামের মোঃ আশাদুল এর ছেলে নিহত মনির শ্রীপুর উপজেলার  ২নং গাজীরপুর ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র । নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ জানান নয়াপাড়া গ্রামের মো: আসাদুলের ছেলে মনির হোসেন আমাদের বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্র ।মনিরের বাবা খুবই দরিদ্র। দারিদ্রতার সাথে সংগ্রাম করেই ছেলের পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন গোতার বাজারের মুদির দোকান...

চিকিৎস নিজের থাকার কক্ষে মাদক সেবন!

Image
  পটুয়াখালীর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকদের বিশ্রামাগারে বসে  মাদক সেবনের ঘটনায় তোলপাড় চলছে। ওই বিশ্রামাগারে মাদকের আসর থেকে ধারণ করা ৪০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে  ভাইরাল হয়ে পড়েছে।  ভিডিও ক্লিপটিতে দেখা যায়, জরুরি বিভাগের চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার তাস খেলার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে তার পাশে পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মুনিবুর রহমান ওরফে সোহাগ মোল্লা মাদক সেবন করছেন। ওই আসরে বসে আছেন বহিরাগত এক যুবক। বহিরাগত ওই যুবক এর আগেও ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছিলেন বলে জানা গেছে।  সংশ্লিষ্ট সূত্র থেকে জানায়, মাঝে-মধ্যেই জরুরি বিভাগে কর্তব্যকালীন ওই বিশ্রামাগারে মাদকের আসর বসান উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার। তার সঙ্গে থাকেন বহিরাগত একদল মাদকসেবীরা। সারারাত চলে মাদকসেবন ও অসামাজিক কার্যকলাপ । এ সময় বিশ্রামাগারের বাইরে পাহারায় থাকেন বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী।  গত ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে ওই বিশ্রামাগারের ভেতরে এমন একটি মাদকসেবনের ...

কালীগঞ্জে প্রেমিক যুগলের আত্মহত্যা

Image
মো: সাজ্জাত হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ প্রেমিক যুগল হৃদয় গমেজ ও ইভানা ভেনিডিক রোজারিও নিথর দেহ গাজীপুরের কালীগঞ্জে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৬ অক্টোবর) কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের মৃত সমর গমেজের বাড়িতে। নিহত প্রেমিক যুগলের মধ্যে হৃদয় গমেজ (২৫) উপজেলার সাতানিপাড়া গ্রামের মৃত সমর গমেজের ছেলে আর ইভানা ভেনিডিক রোজারিও (২২) বান্দাখোলা গ্রামের মৃত স্বপন রোজারিও এর মেয়ে। এ সম্পর্কে হৃদয় গমেজের মা স্বর্ণ গমেজের সাথে কথা হলে তিনি বলেন, আমি সকাল ১০টার দিকে জমি রেজিস্ট্রি করার জন্য কালীগঞ্জে যাই। সন্ধা ৬টার দিকে বাড়িতে এসে বারান্দার গেইট ভিতর থেকে বন্ধ থাকায়, অনেক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে, আশেপাশের লোকজন ডেকে আনলে তারা বাহির থেকে জানালা দিয়ে আমার ছেলে হৃদয় গমেজের সাথে ইভানা রোজারিওকে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পরে থাকতে দেখে, কালীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। তিনি আরো জানান, থানা পুলিশ ঘটনাস্থলে এসে আমাদের বারান্দার দক্ষিণ পাশের দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাদের দুজনকে মৃত অবস্থায় দেখ...

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

Image
সিরাজগঞ্জ প্রতিনিধি :   সিরাজগঞ্জের কাজীপুর, সলঙ্গা ও শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া এলাকায়, সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া এবং সলঙ্গা থানার নলকা এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাজীপুর উপজেলার বিলচতর গ্রামের খোরশেদ আলমের ছেলে খলিলুর রহমান (৫৫), শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইমন (৮) ও পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মানিক নগর গ্রামের রহমত আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)। সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, সকালে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া হাটের পূর্ব পাশের রাস্তা পার হচ্ছিলেন খলিলুর রহমান। এ সময় একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সলঙ্গা থানার নলকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় নিহত হন পাবনা জেলার মোস্তাক আলী। তিনি সিরাজগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে কর্মরত ছিলেন। এদিকে, দুপুরে শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে ইটবাহী ট্রলির নিচে চাপা পড়ে ইমন হোসেন  নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে ভোগান্তির আরেক নাম ‘নলকা সেতু’

Image
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :  বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের জরাজীর্ণ 'নলকা সেতু' সহ সেতুর পশ্চিম পার্শ্বে অসংখ্য খানাখন্দে মহাসড়কে গাড়ি চলাচল ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। আর ঝুঁকিপুর্ণ এই সেতু দিয়ে যানবাহন চলাচল করতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। গত একমাস ধরে যাত্রাপথে পোহাতে হচ্ছে এমন ভোগান্তি। একটু বৃষ্টি হলেই ভোগান্তি আরও বেড়ে যায়। কখনও ধীরগতি, কখনও থেমেথেমে,আবার কখনও দীর্ঘস্থায়ী জানজট লেগে থাকায় ঘন্টার পর ঘন্টা যাত্রী সাধারন,বিশেষ করে মহিলা ও শিশুদের চরম দুর্ভোগ পোহাতে হয়।  ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীদের দুর্ভোগ যেন তাদের নিত্যদিনের সঙ্গী। আজ মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেল ৫ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটিকুমরুল-বনপাড়া রোডের রামার চর হতে নলকা সেতু আর কড্ডা কোনাবাড়ি হতে নলকা পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইন। নলকা সেতুর পশ্চিম পাশে সৃষ্ট ছোট-বড়  আকারের গর্ত। আর সেতুর উপরের অংশের কার্পেটিং সমস্যাই যানজটের মুল কারণ। সেতুর জয়েন্ট গুলোও হয়ে পড়েছে নড়বড়ে। সেতুর উভয় পাশে অন্তত ৪০-৫০  মিটার দুর থেকেই গাড়ির গতি কমিয়ে দিতে হচ্ছে। এ কারনে সেতুর উভয় পাশে প্রায় দিনই জ...

পাবনায় বিএনপি নেতার ছেলে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সমালোচনার ঝড়

Image
পাবনা প্রতিনিধি: পাবনার বিএনপি নেতার ছেলেকে ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে মনোনীত  করেছে জেলা ছাত্রলীগ। সম্মেলন ছাড়াই ত্যাগী কর্মীদের বঞ্চিত করে বিএনপি পরিবারের সন্তানকে ছাত্রলীগের সম্পাদক করায় সমালোচনার ঝড় উঠেছে ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে উৎকোচের বিনিময়ে কমিটি বানিজ্যের অভিযোগ তুলে নিন্দার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমেও। বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই ৫ অক্টোবর মঙ্গলবার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সোহেল রানাকে সভাপতি ও জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে সংবাদ বিজ্ঞপ্তি দেয় জেলা ছাত্রলীগ। পাবনা জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠন গতিশীল করার স্বার্থে নতুন কমিটি দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে, নব নির্বাচিত ফরিদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক উভয়ই বিএনপি পরিবারের বলে সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরেও বিপুল অঙ্কের টাকার বিনিময...

শার্শায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত২

Image
বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। এসময় ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে সিএনজিকে মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। নাভারণ হাইওয়ে পুলিশের ওসি আসাদুজ্জামান বলেন,মঙ্গলবার দুপুরে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার জামতলা মাদ্রাসা মোড় নামক স্থানে ঘটনাটি ঘটে।নিহত সিএনজি চালক নুরু গাইন (৪৫)। সে শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অপরজন সিএনজি যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮)। রাকিব শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।ওসি বলেন,বাগআঁচড়া থেকে ছেড়ে আসা নাভারন মুখি সিএনজি জামতলা-সামটা মাদ্রাসা মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নুরু ও রাকিব মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।

কুলিয়ারচর থানায় ওসি (তদন্ত) হিসেবে যোগদান করেছে ইন্সপেক্টর মো. লুৎফর রহমান

Image
কুলিয়ারচর প্রতিনিধিঃ মৌসুমী আক্তার,  কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় ওসি (তদন্ত) হিসেবে  যোগদান করেছে ইন্সপেক্টর মো. লুৎফর রহমান।  রোববার (৩অক্টোবর) সকাল ১১টার দিকে তিনি কুলিয়ারচর থানায় যোগদান করে দ্বায়িত্ব বুঝে নেন। টাঙ্গাইল জেলা সদরের কৃতি সন্তান ইন্সপেক্টর মো. লুৎফর রহমান এর আগে নরসিংদী জেলার রায়পুরা থানায় ওসি (তদন্ত) হিসেবে দীর্ঘ ৪বছর সফলতার সহিত দ্বায়িত্ব পালন করে অবশেষে কুলিয়ারচর থানায় যোগদান করেন। এর আগে সরকারি আদেশে কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান   কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানায় বদলী হওয়ার পর কুলিয়ারচর থানায় ওসি (তদন্ত) পদ শূণ্য হয়।

মাহমুদা মেরাজের আপ্লূত স্ট্যাটাস

Image
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুহাম্মদ কাইসার হামিদ,  কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ২৯ নং কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা মেরাজের ১৬ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস জনগনের নজর কেড়েছে। তিনি তার দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, আলহামদুলিল্লাহ। আজ (৪ অক্টোবর সোমবার) আমার চাকরির ১৬ বছর পূর্ণ হলো। ২০০৫ সালের ০৪ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সরাসরি পদে যোগদান করেছি আমি। এরপর (দূর থেকে কাছে) অনেক বিদ্যালয়ে কাজ করেছি। এর মাঝে কতটুকু সফলতা বিফলতা তা অজানা। তবে সব সময় নিজের সেরাটা দিতে চেয়েছি। হয়তো কোথাও কোথাও কখনোবা বিভিন্ন প্রতিকূলতার জন্য সেটা উপস্থাপন, প্রদর্শন করতে পারিনি। সবসময় সর্বাত্মক চেষ্টা করেছি প্রশাসনের সকল নির্দেশনা যথাসময়ে বাস্তবায়ন করার।সেক্ষেত্রে হয়তো সহকারি শিক্ষকদের অনেকটাই নিয়মের ভেতর রাখার চেষ্টা করেছি। যদিও তারা কাজের চাপে নিজেদের কখনো কখনো বোরিং মনে করেছে,তবে কাজ শেষে নিজেদের আবার যথাযথ দায়িত্ব পালনের স্বচ্ছতায় তৃপ্তির সুখও খোঁজে পেয়েছে। তাদের কর্মতৎপরতায় আর আন্তরি...